আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মে, ২০১৮

যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকির মুখে : টিলারসন

নীতি ও সততার ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন গণতন্ত্র হুমকির মুখে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

স্থানীয় সময় বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেক্সিংটনে ভার্জিনিয়া মিলিটারি ইনস্টিটিউটে গ্র্যাজুয়েটদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় টিলারসন এ মন্তব্য করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছোটখাটো মিথ্যা ও অতিরঞ্জনও সমস্যাজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করলেও তার নাম উল্লেখ করেননি।

বর্তমান মার্কিন প্রশাসনের কিছু নীতির কথা উল্লেখ করে টিলারসন বলেন, বৈশ্বিক উন্নতির অন্যতম প্রয়োজনীয় বিষয় মুক্তবাণিজ্য। এটা হোয়াইট হাউসের অনেকেই স্বীকার করতে নারাজ। এছাড়া চিন্তার স্বাধীনতা না থাকলে কোনো জাতিই উন্নতি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।মার্চ মাসের মাঝামাঝিতে টুইট বার্তার মাধ্যমে রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক মাইক পম্পেও নিয়োগ পান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist