আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৮

ভারতে ১৭ রাজ্যের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস

অত্যাধিক গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিতে ভারতের ১৭ রাজ্যে প্রতিদিন সকালে বিশেষ তাপপ্রবাহ বুলেটিন প্রকাশ করা হবে। যাতে করে ওই রাজ্যগুলোর মানুষ আগে থেকেই দিনের তাপমাত্রা জেনে পূর্বপরিকল্পনা নিতে পারেন। এছাড়াও খাবার পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে রাখতে পারেন।

শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) একটি ভিডিও কনফারেন্সে বলে, পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস বুঝে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় এ বুলেটিন দেওয়া হবে। এতে দিনের তাপপ্রবাহ অনুযায়ী কাজ ও পরিকল্পনা হাতে নিতে পারবেন রাজ্যগুলোর মানুষ। সাম্প্রতিক ঝড় ও বজ্রবৃষ্টির পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোতে এমন প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এ পদক্ষেপ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন বড় ঝুঁকিও মোকাবিলা করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এদিকে, আবহাওয়া বিভাগের এমন পূর্বপ্রস্তুতিমূলক পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাজ্যগুলো। জনসচেতনতায় এ পদক্ষেপ খুবই কাজে আসবে বলে অনেকেই উল্লেখ করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist