আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৮

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে মোদি ও ওলি

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ৯০০ মেগাওয়াট ‘অরুণ ৩’ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশটির পূর্বাঞ্চলীয় শাংখুওয়াসভা জেলায় এটি নির্মিত হচ্ছে। দুদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি এসজেভিএন লিমিটেড নেপালে অন্যতম বৃহৎ প্রকল্পটি তৈরি করবে। খবর সিনহুয়ার। শুক্রবার সন্ধ্যায় কাঠমান্ডু থেকেই দুই প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মোদি বর্তমানে নেপাল সফরে রয়েছেন। যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, এই প্রকল্পটি নেপালের জনগণের কর্মসংস্থানের পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে। ২০২৩ সাল নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সিনহুয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist