আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ মে, ২০১৮

কমন টয়লেট নিয়ে তুলকালাম

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজে ছাত্র ও ছাত্রীদের কমন টয়লেট নিয়ে তুলকালাম চলছে অক্সফোর্ডে। ছেলে ও মেয়েদের জন্য বানানো সেই লিঙ্গ-নিরপেক্ষ (জেন্ডার-নিউট্রাল) কমন টয়লেটের কিউবিকলের মেঝেতে প্রতিবাদ জানাতে গিয়ে প্রস্রাব করেছেন কলেজের ছাত্ররা। গত সপ্তাহের ওই প্রতিবাদে ছাত্ররা জেন্ডার-নিউট্রাল সেই কমন টয়লেটের দেওয়ালে লিখে দিয়েছেন ‘আমরা আমাদের টয়লেট ফিরে পেতে চাই।’

দৈনিক ‘দ্য সানডে টাইমস’ জানাচ্ছে, টয়লেট থেকে ‘পুরুষ’ ও ‘মহিলা’ শব্দ লেখা তুলে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের ভোটাভুটি হয়েছিল সমারভিল কলেজে, গত জানুয়ারিতে। যারা লিঙ্গনিরপেক্ষ কমন টয়লেট বানানোর দাবিতে সরব ছিলেন, তারাই জয়ী হয়েছিলেন ৮৩-১৬ ভোটে। তার পরেই সমারভিল কলেজে চালু হয় ওই লিঙ্গনিরপেক্ষ কমন টয়লেট। শুধু সমারভিল কলেজেই নয়, ওই কমন টয়লেট ইতোমধ্যেই চালু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আরো কয়েকটি কলেজে। ছাত্রদের একাংশের এমন প্রতিবাদে যথেষ্টই বিরক্ত কলেজ কর্তৃপক্ষ। তাদের কথায়, ‘ছাত্রদের এমন অসভ্য আচরণ আমরা মেনে নিচ্ছি না। তাদের (প্রতিবাদী ছাত্রদের) সতর্ক করা হয়েছে। কলেজের সবার একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist