আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ মে, ২০১৮

আফগানিস্তানে মসজিদে বোমায় নিহত ১৭

আফগানিস্তানের খোস্ত মসজিদের বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে হামলা ও হতাহতের এ ঘটনা জানিয়েছে। ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবে মসজিদটি ব্যবহার করা হয়। নিহত ও আহতরা ভোটার নিবন্ধনের কাজ করছিলেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান, গত রোববার খোস্ত মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই এতে ১৭ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

এরা সবাই সরকারি কর্মকর্তা। এই ঘটনায় মসজিদে নামাজ পড়া এবং ভোটার নিন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। চলতি বছর অক্টোবর মাসে দেশটির সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা তৈরির কাজ চলছিল। এর আগেও দেশটির কাবুল শহরে বেশ কয়েকটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist