আন্তর্জাতিক ডেস্ক

  ০১ মে, ২০১৮

সেপ্টেম্বরে সরকারের কার্যক্রম বন্ধের হুমকি ট্রাম্পের

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস থেকে আরো বেশি তহবিল না দিলে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘ওই প্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে, আমাদের কাছে ১৬০ কোটি ডলার আছে।’

‘আগামী ২৮ সেপ্টেম্বর আমরা আবার আসব। যদি আমরা সীমান্তে নিরাপত্তা না পাই তবে আমাদের সামনে অন্য কোনো পথ খোলা থাকবে না। আমরা দেশ অচল করে দেব, কারণ আমাদের সীমান্ত নিরাপত্তা প্রয়োজন।’ গত মার্চে অভিবাসন আইন নিয়ে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার যুক্তি, যুক্তরাষ্ট্রে অপরাধীদের প্রবেশ আটকাতে তিনি একাজ করছেন। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বিরোধের মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল।

গত মাসে ১ দশমিক ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের একটি বিলে সাক্ষর করেছেন ট্রাম্প। যার মাধ্যমে সেপ্টেম্বর পড়ন্ত কেন্দ্রীয় সরকারের কাজকর্ম পরিচালিত হবে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং স্বাভাবিকভাবে রিপাবলিকান নেতারা কংগ্রেসে তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে চাইবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist