আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ এপ্রিল, ২০১৮

ধরা পড়ল ন্যাশভিলের আততায়ী

অবশেষে ধরা পড়ল ন্যাশভিলের আততায়ী টর‌্যাভিস রেইনকিং। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে ন্যাশভিলে তার আবাসনের কাছেই জঙ্গল থেকে গ্রেফতার করে পুলিশ। মেট্রো ন্যাশভিল পুলিশ দফতরের লেফটেন্যান্ট কার্লোস লারা সাংবাদিকদের জানান, কয়েকজন নির্মাণকর্মী রেইনকিংকে দেখে চিনতে পেরে পুলিশে খবর দেন। তারপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে তাকে আটক করে। রেইনকিংয়ের কাছ থেকে একটি কালো রঙের ব্যাকপ্যাক, রুপালি রঙের আধা স্বয়ংক্রিয় অস্ত্র এবং দশমিক ?৪৫ ক্যালিবারের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সে নিজের জন্য উকিল চেয়েছে পুলিশের কাছে। গ্রেফতারের পর তাকে হাসপাতালে শারীরিক এবং মানসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আদতে ইলিনয়ের মর্টন অঞ্চলের বাসিন্দা টর‌্যাভিস সম্প্রতি ন্যাশভিলে চলে আসে। সেখানে এসে সে নির্মাণকর্মী হিসেবে কিছুদিন কাজ করেছিল। ইলিনয়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ন্যাশভিল পুলিশ জানতে পেরেছে, টর‌্যাভিস রেইনকিং প্যারানয়েড ডিলিউশনের রোগী। ২০১৬ সালের মে মাসে সে একবার পুলিশকে অভিযোগ করেছিল যে, জনপ্রিয় গায়িকা টেলর সুইফ্ট তার পিছু করছেন। তার ফোনে নজরদারি চালাচ্ছেন। পুলিশ এবং পরিবারের বারংবার অনুরোধে অবশেষে সে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে রাজি হয়। টেলরও ন্যাশভিলের বাসিন্দা। সেজন্যই রেইনকিং সেখানে এসেছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। গত বছর জুনেও অন্তর্বাসের ওপর নারীদের গোলাপি রঙের কোট পরে সুইমিং পুলে নেমেছিল। সেসময় পুলের অন্যদের সে হুমকি দেয়, তার কাছে এআর-১৫ বন্দুক আছে। যদিও তখন তল্লাশিতে কিছু পায়নি পুলিশ। এরপর জুলাইয়ে হোয়াইট হাউসের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির জন্য তাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। তারপর আগস্টে থানায় গিয়ে রেইনকিং অভিযোগ করে, তার কম্পিউটার এবং ফোন কমপক্ষে ৩০ জন মানুষ ট্যাপ করছে এবং তার বাড়ির বাইরে কুকুরের ডাক ডাকছে। সেসময় পুলিশ তার বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে যে চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছিল সেগুলো পরে তারা তার বাবাকে এই শর্তে ফেরত দেয়, যে তিনি ছেলের নজরের আড়ালে রাখবেন অস্ত্রগুলো। কিন্তু ওই এআর-১৫ বন্দুক দিয়েই গত রোববার ভোররাতে রেইনকিং ওয়্যাফেল হাউস রেস্তোরাঁয় গুলি চালায়। গুলিবৃষ্টির আগে একটি একটি গাড়ি চুরি করেছিল রেইনকিং। তবে সেটি কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয়। গত রবিবার সোনালি রঙের শেভি সিলভারেডো চালিয়ে তা পার্কিং লটে রেখে রেস্তোরাঁয় ঢোকে রেইনকিং। ন্যাশভিল পুলিশ বিভাগের প্রধান স্টিভ অ্যান্ডারসন বলেছেন, তদন্ত চললেও প্রাথমিক তদন্তে তাদের অনুমান, টর‌্যাভিস মানসিকভাবে অসুস্থ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist