আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৮

আফগানিস্তানে ৩ ভাইয়ের শিরচ্ছেদ আইএসের

আফগানিস্তানে চিকিৎসা পেশার সঙ্গে জড়িত তিন ভাইকে শিরñেদ করে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে সোমবার জানিয়েছেন প্রাদেশিক এক কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের এই প্রদেশটিতে আইএসের শক্ত অবস্থান আছে। গত শনিবার রাতে চাপারহার জেলায় ওই তিন ভাইকে খুন করা হয় বলে জানিয়েছেন নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি। নিহতদের মধ্যে বড় জন ২৭ বছর বয়সী নিসার তারেলিওয়াল একজন চিকিৎসক ছিলেন, একটি বেসরকারি ক্লিনিকে তিনি কাজ করতেন। মেজো ভাই ২৪ বছর বয়সী নায়িম টিকা কর্মসূচির প্রচারক ছিলেন এবং ছোটজন ১৯ বছর বয়সী আবদুল ওয়াহাব মেডিকেলের ছাত্র ছিলেন। খোগিয়ানি জানিয়েছেন, নিহতদের পিতাও একজন চিকিৎসক ছিলেন, যাকে গত বছর একই কায়দায় শিরচ্ছেদ করে হত্যা করেছিল আইএস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist