আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৮

‘যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক’

যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। তিনি বলেন, মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিমতীরকে ইসরাইলের অধিকৃত ভূখ- হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন এ সিদ্ধান্ত কখনও বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ডি ফ্রেডম্যান পশ্চিমতীরকে অধিকৃত ভূখ- হিসেবে অভিহিত না করে দখলদারদের পক্ষে সাফাই গেয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত ইহুদিবাদী উপশহর নির্মাণকে সমর্থন করেছেন। তার এসব বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র তার গ্রহণযোগ্যতা পুরোপুরি নষ্ট করে ফেলেছে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা ইস্যুতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এলেও সবসময় ইহুদিবাদীদের স্বার্থরক্ষাকে প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেন রিয়াদ আল মালিকি।

তবে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া দেখাবে এবং শত্রুরা হতভম্ব হবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist