আন্তর্জাতিক ডেস্ক

  ২২ এপ্রিল, ২০১৮

মোদি সরকারে বিপর্যয়!

বিজেপি ছাড়লেন যশোবন্ত সিনহা

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা। অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন তিনি। এই ঘটনা নরেন্দ্র মোদি সরকারে বড় ধরনের বিপর্যয় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা বলেন, ভারতের গণতন্ত্র বিপদের মুখে পতিত হয়েছে। তিনি জানিয়েছেন, গতকাল শনিবার থেকে বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন তিনি। বিহারের পাটনায় এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

‘পার্লামেন্ট লগজ্যামে’র জন্য মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

বর্ষীয়ান এই নেতা বলেন, আমি আগেও প্রকাশ্যেই বলেছি, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সংসদ চালু থাকে। আমাদের বলা হয়েছিল, বিরোধীরা যেকোনো ইস্যু তুলতে চাইলে তাদের যেন সুযোগ দেওয়া হয়। তার অভিযোগ, নরেন্দ্র মোদির আমলে সরকার কোনোদিনই বিরোধীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেনি। সরকার কোনো ইস্যু নিয়েই চিন্তিত নয়, বরং পার্লামেন্ট চলছে না এটা জেনেই তারা বেশ খুশি।

যশোবন্ত জানান, তিনি অন্য কোনো দলের সদস্য হচ্ছেন না। তবে, গণতন্ত্র বাঁচাতে চুপ করে বসে থাকবেন না তিনি। টাইমস অব ইন্ডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist