আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০১৮

ট্রাম্প-আবের বৈঠকে উত্তর কোরিয়া ও বাণিজ্য প্রাধান্য পাবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানাচ্ছেন। ট্রাম্পের এই পাম বিচে জাপানের প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর। খবর এএফপি’র।

দুই নেতার মধ্যে এই বৈঠকে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুগুলোই প্রাধান্য পাবে। মঙ্গল ও বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ্ স্যান্ডার্স বলেন, ‘নিশ্চিতভাবেই সেখানকার সঙ্গে প্রেসিডেন্টের একটি চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে।’

উল্লেখ্য, অ্যাবের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেই উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মে অথবা জুন মাসে ট্রাম্পের বৈঠকের সিদ্ধান্তটি নেয়া হয়। পরে একজন দক্ষিণ কোরীয় কর্মকর্তা এ বৈঠকের ঘোষণা দেন। এর পর থেকেই টোকিও কর্মকর্তারা চীনকে নিয়ে উদ্বেগ ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে নিয়ে অস্বস্তিতে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist