আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০১৮

আমেরিকাকে শিক্ষা দিতে চান পুতিন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি একেবারেই পছন্দ নয় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। রাশিয়ার সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, পুতিন-?ঘনিষ্ঠদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ এবং গুপ্তচর ইস্যুতে আমেরিকা ব্রিটেনের পাশে দাঁড়ানোয় আগেই চটেছিল রাশিয়া। এ অবস্থায় সিরিয়ার ওপর মার্কিন বিমান হামলায় সম্ভবত সহ্যের বাঁধ ভেঙেছে রাশিয়ার।

খবর, আমেরিকাকে শিক্ষা দেওয়ার তোড়জোড় শুরু করেছেন পুতিন; যা উসকে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। রাশিয়ার সরকারি টেলিভিশন সূত্র তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য দেশের নাগরিকদের তৈরি থাকার পরামর্শ দিয়েছে। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের বক্তব্য, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ আছে বাসার আসাদের সরকারের বিরুদ্ধে।

তার ভিত্তিতেই সিরিয়ায় হামলা চালানো হয়েছে। কিন্তু রাশিয়ার বন্ধু দেশ সিরিয়া। রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ মানতে নারাজ মস্কো। সিরিয়ায় হামলা ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্সের আগ্রাসনের জন্য নিন্দা প্রস্তাব এনেছে।

কিন্তু চীন আর বলিভিয়া ছাড়া নিরাপত্তা পরিষদের আর কোনো সদস্য রাষ্ট্র রাশিয়ার প্রস্তাব সমর্থন করেনি। নাকচ হয়ে যায় রুশ প্রস্তাব। এদিকে, রাশিয়ার তর্জন-গর্জনকে আমল দিচ্ছে না আমেরিকা। সিরিয়াকে সতর্ক করে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তার মূল্য চোকাতেই হবে। একই সুর জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের গলায়। তিনি বলেছেন, সিরিয়াকে শিক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপ দরকার ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়ায় বিমান হামলায় আমেরিকার প্রতি তার পূর্ণ সমর্থন আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist