আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০১৮

তুষার ঝড়ে লন্ডভন্ড আমেরিকা মৃত ৩

বসন্তেও তুষার ঝড়ে বেসামাল আমেরিকা। শনিবার স্থানীয় সময় বিকেলে মধ্য আমেরিকার উপসাগরীয় অঞ্চল থেকে গ্রেট লেক অঞ্চল পর্যন্ত বয়ে যায় জোরালো তুষার ঝড়। নেব্রাস্কা এবং উইসকনসিনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় দুই গাড়িচালকের। লুইজিয়ানায় অস্থায়ী ছাউনি উড়ে গিয়ে মৃত্যু হয় দু’?বছরের এক শিশুর।

তুষারপাত, বৃষ্টি, ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে, রাস্তা ভেঙে বিপর্যস্ত হয়ে যায় জীবনযাত্রা। কম দৃশ্যমানতার কারণে মিনিয়াপোলিসের পল আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ ডাকোটার সিয়োক্স ফল্?স বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গতকাল মিনিয়াপোলিসের বিমানবন্দর ফের খুললেও এখনো বন্ধ দক্ষিণ ডাকোটার বিমানবন্দর। প্রায় ৩৩ সেন্টিমিটার তুষারে ঢেকে গেছে মিনিয়াপোলিস। উইসকনসিন ঢেকে গেছে প্রায় ৪৬ সেন্টিমিটার তুষারে। মিনেসোটা, উইসকনসিন, মিনিয়াপোলিসে রোববারও তুষারপাতের সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদরা। ফলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার ইঙ্গিত রয়েছে। মিশিগান হ্রদ সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাসের জেরে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist