আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল, ২০১৮

ভারতে বৃষ্টিপাতে ১২ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বুধবার রাতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় ১২ জন মারা গেছেন। গতকাল দেশটির কর্মকর্তারা এ কথা জানান।

একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে ধলপুরে সাতজন ও ভরতপুরে পাঁচজন মারা গেছেন। এ ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন।’

অপর এক কর্মকর্তা বলেন, ‘একটানা ভারী বৃষ্টিপাতে ধলপুরের কয়েকটি এলাকা ডুবে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং যান চলাচলে বিঘœ ঘটছে। কর্তৃপক্ষ রাস্তার পানি সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে ট্রেন চলাচলেও বিঘœ ঘটছে। আগ্রা-ধলপুরের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। রেল কর্তৃপক্ষ পুনরায় এই লাইনে ট্রেন চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সিনিয়র এক আবহাওয়া কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাত হতে পারে।’ খবর সিনহুয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist