আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৮

মশার উৎপাতের অভিযোগ করে বিপাকে যাত্রী

লক্ষৌ থেকে বেঙ্গালুরু ফেরার জন্য সোমবার সকালে ইন্ডিগোর বিমানে উঠেছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ সৌরভ রাই। বিমানে উঠে তিনি ক্রুদের অভিযোগ করেন, ভেতরে মশা রয়েছে। অথচ সমস্যা তো মেটানো হয়নি, উল্টো বিমানের কর্মীরা তাকে জোর করে বিমান থেকে নামিয়ে দেন। জানা যায়, ভোর ৬টার বিমানে উঠেছিলেন ওই চিকিৎসক। বিমানে উঠে তিনি ক্রুদের বলেন, ভেতরে মশা রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কিন্তু ইন্ডিগোকর্মীরা সমস্যা মেটানোর বদলে তাকে চুপচাপ বসে থাকতে বলেন। এরপর দুই তরফের ঝামেলা শুরু হয়। তখনই বিমানকর্মীরা তাকে নেমে যেতে নির্দেশ দেন বলে অভিযোগ। বলেন, রানওয়ে থেকে টার্মিনালে হেঁটে যেতে হবে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিযোগকারী। তার দাবি, ইন্ডিগোকর্মীরা তাকে ‘জঙ্গি’ বলেছেন, তিনি নাকি অন্য যাত্রীদের পক্ষে বিপদ। এছাড়া বিমানকর্মীরা নাকি আরো বলেছেন, মশার সঙ্গে থাকতে না পারলে ইন্ডিয়া ছেড়ে যাওয়া উচিত তার। অবশ্য অভিযোগ অস্বীকার করে ইন্ডিগো কর্তৃপক্ষ বলেন, সৌরভ রাইয়ের ব্যবহারের জন্যই কর্মীরা তাকে নামিয়ে দিতে বাধ্য হন। তিনি হুমকি দিচ্ছিলেন, অন্য যাত্রীদেরও উসকানি দেন বিমান ভাঙচুরের জন্য। বিমান ছিনতাইয়ের মতো শব্দও ব্যবহার করেন তিনি। তাই অন্য যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নামিয়ে দেওয়া হয় তাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist