আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৮

ইঙ্গিতে সিরিয়ায় হামলার দায় স্বীকার করল ইসরায়েল

ইঙ্গিতে হলেও সিরিয়ার হোমসে সামরিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিয়োথ অহরোনোথ’-কে দেওয়া সাক্ষাতকারে ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেন, ‘ইসরায়েলি বিমানবাহিনী সিরিয়ায় অভিযান শেষে গত সোমবার সকালে দেশে ফিরেছে।’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের দুইটি এফ-থার্টি ফাইভ জঙ্গিবিমান লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ‘টি-ফোর’ সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। জঙ্গিবিমান থেকে বিমানবন্দরটি লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের জঙ্গিবিমানগুলো সিরিয়ার আকাশসীমায় না ঢুকেই লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ হামলার জন্য প্রথমে আমেরিকাকে সন্দেহ করলেও পরে বলেছে, ইসরায়েলি জঙ্গিবিমান থেকেই আজকের এ হামলা চালিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist