আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল, ২০১৮

রক্ত পৌঁছে দেবে ড্রোন

মুমূর্ষুকে সময়মতো রক্ত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা যে কতটা, সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। এবার অভিনব এক উদ্যোগ নিল আফ্রিকার দেশ রুয়ান্ডার ‘জিপলাইন’ নামে একটি প্রতিষ্ঠান। তারা ড্রোনের মাধ্যমে যত দ্রুত সম্ভব অসুস্থদের কাছে রক্ত পৌঁছে দেওয়া হবে। নতুন এ ড্রোনটির ওজন ২০ কেজি এবং এটি ১.৭৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।

ড্রোনটি সর্বোচ্চ ১২৮ কিলোমিটার বেগে উড়তে পারে এবং একটানা ১৬০ কিলোমিটার যেতে পারবে। কাগজের তৈরি একটি প্যারাসুটের মাধ্যমে এই ড্রোনের ভেতরে ছোট বাক্সে করে রক্ত রাখা হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রুয়ান্ডায় পরিবহন ব্যবস্থা খুব একটা উন্নত নয়। তাই এই পদক্ষেপ করা হয়েছে। তবে আপাতত পরীক্ষামূলক স্তরেই রাখা হয়েছে এই ব্যবস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist