আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল, ২০১৮

হকিংয়ের টাকায় ভোজ দুস্থদের

ইস্টার শনিবারে কেমব্রিজে স্টিফেন হকিংয়ের শেষকৃত্য যখন হচ্ছে, তখন আধ মাইল দূরে আরো একটি কর্মকান্ড ঘটে যাচ্ছিল নীরবে। প্রয়াত বিজ্ঞানীর ইচ্ছাকে সম্মান দিয়ে তারই সঞ্চিত অর্থে হকিং পরিবার ৫০ জন গৃহহীন দরিদ্র মানুষকে ইস্টারের মধ্যাহ্নভোজ খাইয়েছে শনিবারই। ‘ফুডসাইক্?ল’ নামে একটি দাতব্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন হকিংয়ের মেয়ে লুসি। ওই সংগঠনই সব আয়োজন করে। হকিং পরিবার এ নিয়ে বেশি প্রচার চায়নি। তাই আগে থেকে বিষয়টি নিয়ে কোনো হইচইও করা হয়নি। মঙ্গলবার ওই সংগঠনই ঘটনাটা সংবাদমাধ্যমকে জানিয়েছে।

ওয়েসলি মেথডিস্ট চার্চের দূরত্ব কেমব্রিজ থেকে আধ মাইলেরও কম। সেখানেই পূর্ণাঙ্গ তিন-কোর্সের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি টেবিলে ফুলের সঙ্গে রাখা ছিল একটি চিরকুট, যাতে লেখা ‘আজকের ভোজ হকিংয়ের উপহার’। ‘ফুডসাইক্?ল’ এমনিতে প্রতি শনিবার লন্ডনে দরিদ্রদের নিখরচায় খাওয়ার ব্যবস্থা করে। পূর্ব ইংল্যান্ডে তাদের আঞ্চলিক ম্যানেজার আলেক্স কলিস বলেন, ‘হকিং বরাবরই পীড়িতদের সহমর্মী ছিলেন। তার অনুদানে তা-ই আবার প্রতিফলিত হলো।’ যে অর্থ হকিং পরিবার ওই সংগঠনের হাতে তুলে দিয়েছে, তাতে আরো কিছু দিন বহু লোকের খাদ্যের সংস্থান হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist