আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল, ২০১৮

দ্বিতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হলেন সিসি

দ্বিতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ এল-সিসি। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ শতাংশ ভোটে সিসির বিজয়ের খবর প্রচার করে মিসরের সংবাদমাধ্যমগুলো। জানা যায়, দেশটির ৬ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোট জমা পড়ে। সিসির পক্ষে জমা পড়ে ২ কোটি ১০ লাখেরও বেশি ভোট। নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সমর্থক মুসা মোস্তফা মুসা। তিনি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করেন।

তাছাড়া নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক অন্তত ছয়জন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রেখেছে সিসির সরকার, এমন অভিযোগে বাকি প্রার্থীরাও নির্বাচন বর্জন করে। কিন্তু বরাবরের মতোই সিসি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ২০১৪ সালের নির্বাচনেও সিসি ৯৭ শতাংশ ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist