আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ, ২০১৮

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় সাবেক ফ্রান্স প্রেসিডেন্ট

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজির জয়ের পেছনে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দেওয়া অর্থের তহবিল ভূমিকা রেখেছেÑএমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই সারকোজিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এ অভিযোগ নিয়ে ২০১৩ সালে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় ফ্রান্সে। এ তদন্তে নিয়োজিত এক বিচারককে প্রভাবিত করার অভিযোগ রয়েছে সারকোজির বিরুদ্ধে। ওই বিচারকসহ সারকোজিকে বিচারের মুখোমুখি হওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রসিকিউটর। এর আগে হেফাজতে নিয়ে সারকোজিকে জিজ্ঞাসাবাদ করেছিল দেশটির পুলিশ। এদিকে, লিবিয়ার কাছ থেকে অবৈধ নির্বাচনী তহবিল গ্রহণের অভিযোগকে অদ্ভুত বলে উড়িয়ে দিয়েছেন সারকোজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist