আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ, ২০১৮

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট উ উইন মিয়ন্তের শপথ গ্রহণ

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে উ উইন মিয়ন্ত গতকাল শপথ গ্রহণ করেছেন। শুক্রবার তিনি এ শপথ নেন। উ উইন মিয়ন্ত দেশটির ডি ফ্যাক্টো অং সাং সুচির খুব অনুগত হিসেবে পরিচিত। তাকে দেশে শান্তি, আইনের শাসন ও সংহতি প্রতিষ্ঠার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ৬৬ বছর বয়সী উইন এর আগে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আজ শপথ নেন তিনি। এ ছাড়া দুজন ভাইস প্রেসিডেন্টও একইসঙ্গে শপথ নিয়েছে। যার মধ্যে প্রথম ভাইস প্রেসিডেন্ট উ মিয়ন্ত সোয়ি; যিনি সেনাবাহিনী কর্তৃক মনোনীত। আর নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট উ হেনরি ভান থিয়ো, পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রতিনিধি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist