আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মার্চ, ২০১৮

আয়ারল্যান্ডে নগ্ন সৈকত

দক্ষিণ ডাবলিনে আগামী এপ্রিলে চালু হবে হাক ক্লিফ বিচ; যাকে বলা হচ্ছে প্রথম ন্যুড বিচ বা নগ্ন সৈকত। এর ফলে আয়ারল্যান্ডে এমন একটি জায়গা তৈরি হচ্ছে, যেখানে লোকজন গিয়ে নগ্ন হয়ে গোসল করতে পারবে। এই ধারণাকে উদ্যোক্তারা বলছেন, যেখানে সঙ্গে থাকবে সূর্য, বালু, সমুদ্র কিন্তু থাকবে না কোনো বাথিং স্যুট। এ নিয়ে যারা প্রচারণা চালিয়ে আসছিল সেই আইরিশ ন্যাচারিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যাট গ্যালাঘের বলেন, ন্যাকেড বিচ আয়ারল্যান্ডে ধারণার চেয়েও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এই দেশে অনেক লোক আছে যারা পুরো আয়ারল্যান্ডের আশপাশের সৈকতে নগ্ন স্নানের জন্য ব্যবহার করছে। তাদের অনেকেই বিষয়টি কাউকে জানাবে না। কিন্তু তারা নগ্ন স্নানের জন্য মহাদেশের সৈকতগুলোতে যাবে, না হলে কোনো রিসোর্টে যাবে। তিনি জানান, আইনসম্মতভাবে নগ্ন সৈকতের দাবিতে কয়েক বছরে ধরে প্রচারণা ছিল। এরপর একটি বিলের মাধ্যমে ২০১৭ সালে স্থানীয় কাউন্টি অফিস নগ্ন গোসলের পক্ষে লোকজনের স্বাক্ষর সংগ্রহ করে। তবে ওই সৈকতে সেখানে শিশুদের উপস্থিতিরি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কোনো কোনো পক্ষ থেকে। তবে গ্যালাঘের বলেন, এটা মোটেই কোনো পারিবারকি সৈকত নয়। এখানে অবশ্যই শিশুদের নেওয়া ঠিক হবে না। তাদের জন্য এটা বিপজ্জনক হবে। কোনো শিশুকে সেখানে নিলে নজর রাখতে হবে। কারণ সেটি সাধারণ কোনো সৈকত হবে না। তিনি বলেন, ‘আমরা শুধু কোনো আকর্ষণীয় সৈকতে যাচ্ছি না। আমরা আমাদের গাড়ি রেখে সেখানে যাব, সেখানে আরোহণ করব, বালুতে সময় কাটাব এবং অন্য কেউ হয়তো সেখানে যেতে চাইবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist