আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মার্চ, ২০১৮

মন্দিরে ধুতি-পাঞ্জাবি পরছে পুলিশ!

প্রচন্ড ভিড়ের মধ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কাশীর মন্দিরে যাওয়ার ফুরসত জোটে। কিন্তু ভেতরে প্রবেশ করতেই চোখটা আটকে যায়। হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতি পরে সেখানে দু-তিনজনকে দেখা যায়। ইউনিফর্ম পরা পুলিশের বদলে মন্দিরে নিরাপত্তার দায়িত্বে অন্য কাউকে এ যাবৎ থাকতে দেখেনি কেউ। কিন্তু সেই পুলিশ কর্মীরা গেলেন কোথায়? আর এরাইবা কারা?

পরে জানা যায়, এখন থেকে মন্দিরের ভেতরের দায়িত্ব সামলাবেন সাদা পোশাকের ওই পুলিশ কর্মীরাই। এটাই নতুন নিয়ম। উত্তর প্রদেশ পুলিশের বারাণসী রেঞ্জের আইজি দীপক রতন জানান, গোটা মন্দির চত্বরই পুলিশের পরিভাষায় ‘রেড জোন’। সবটার দায়িত্বেই উত্তর প্রদেশ পুলিশ। পরিস্থিতি বিশেষে আমাদের ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকেও ডিউটি করতে হয়। মন্দিরের ভেতরে তেমন সাদা পোশাকের কর্মী নিয়োগেরই সিদ্ধান্ত হয়েছে। দীপকের দাবি, সারা দিনই বিশ্বনাথ মন্দিরে ভীষণ ভিড় হয়। যেহেতু জায়গা খুবই কম, তাই সেখানে বাইরের ভিড় যখন আছড়ে পড়ে, সামলানো খুবই মুশকিল হয়ে যায়। ভক্তদের বেশির ভাগই জল, মিষ্টি, দুধ, প্রসাদ ইত্যাদি নিয়ে ভেতরে ঢোকেন। শিবলিঙ্গে সেসব ঢালার ফলে গর্ভগৃহের চাতাল সব সময়েই ভিজে থাকে। ফলে ইউনিফর্ম পরে থাকা পুলিশ কর্মীদের প্যান্ট-জামা গুটিয়ে রাখতে হয়। অনেক সময় ধাক্কাধাক্কিতে তাদের গায়েও সেসব পড়ে যায়। ফলে ইউনিফর্ম পরে সেখানে কাজ করাটা খুবই সমস্যার। বরং সাদা পোশাকে কাজ করলে সুবিধা হয়। তার ভাষায়, মন্দিরের ভেতরে তো আর জুতা, মোজা, বেল্ট পরে কাজ করা যায় না। ইউনিফর্ম পরেও ওখানে কাজ করার অনেক অসুবিধা। তাই সাদা পোশাকের ব্যবস্থা। পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেখানকার পুরোহিতদের একাংশ। দীর্ঘদিন ধরেই মন্দিরে পূজার কাজ করেন কাশী মিশ্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist