আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মার্চ, ২০১৮

ফের আমরণ অনশনে আন্না হাজারে : লোকপালের দাবিতে সাত বছর পর

ফের আমরণ অনশন শুরু করেছেন ভারতের গান্ধীবাদী নেতা আন্না হাজারে। এ ছাড়া দেশটির কৃষকদের সমস্যা মেটানোর জন্য স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিও রয়েছে আন্নার এবারের অনশনের কর্মসূচিতে।

এর আগে, দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেছিলেন তিনি। সে সময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকপাল গঠনের প্রতিশ্রুতি পেয়ে সেই অনশন তুলে নিয়েছিলেন আন্না। পরবর্তীতে আন্নাকে নিজেদের দলে ভেড়ানোর অনেক চেষ্টা করে ভারতীয় কংগ্রেস ও বিজেপি। কিন্তু বর্ষীয়ান গান্ধীবাদী নেতা আন্না কোনো রাজনীতির সঙ্গেই নিজেকে জড়াতে চাননি। আন্নার সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন থেকেই জন্ম হয়েছিল ‘আম আদমি পার্টি’র। শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি। তারপরই রামলীলা ময়দানে আমরণ অনশন শুরু করেন আন্না হাজারে। এনডিটিভি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist