আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মার্চ, ২০১৮

মেক্সিকোর মাদক কারবারিদের মতোই কাজ করে দাউদের দল

পাকিস্তানে আশ্রিত কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের সংগঠন ডি-কোম্পানির ব্যবসা বর্তমানে বিভিন্ন দেশে নিজের জাল বিস্তার করেছে। দাউদ ইব্রাহিম সম্পর্কে এমনটাই জানিয়েছেন জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস শেলি। গত বৃহস্পতিবার আমেরিকার জনপ্রতিনিধিদের কাছে শেলি দাবি করেছেন, ‘পাকিস্তানের করাচিকে মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তৈরি করার পিছনে দাউদের ডি-কোম্পানির বিশেষ ভূমিকা রয়েছে। মাদক ব্যবসার অর্থ কাজে লাগিয়েই বিভিন্ন ধরনের অপরাধ ও সন্ত্রাসী কারবার করে থাকে দাউদ।’?

তিনি আরও জানিয়েছেন, ‘?মেক্সিকোর মাদক কারবারিদের মতোই কাজ চালায় ডি-কোম্পানি। তারা এখন অস্ত্রোপচার করে, জাল ডিভিডির ব্যবসা করে। এমনকি হাওয়ালা কারবারিদের অর্থ সরবরাহও করে।’? আর শেলির এই বিস্ফোরক দাবির পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কয়েক বছর ধরেই মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছে। ভারত ও মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, সে করাচি শহরে বেশ বহাল তবিয়তেই সন্ত্রাসবাদের কারবার চালাচ্ছেন। যদিও বারবার এই অভিযোগ অস্বীকার করে এসেছে পাকিস্তান। এর আগে ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবেও চিহ্নিত করেছিল আমেরিকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist