আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মার্চ, ২০১৮

ম্যাক্রোঁ বললেন নায়ক ছিলেন

গুলিবিদ্ধ পুলিশ অফিসারের মৃত্যু

এক পণবন্দিকে বাঁচাতে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করেছিলেন জঙ্গির কাছে। গুলিতে গুরুতর জখমও হয়েছিলেন। শনিবার স্থানীয় সময় ভোরে মৃত্যু হলো ৪৫ বছরের সেই ফরাসি পুলিশ অফিসার লেফটেন্যান্ট কর্নেল আর্নড বেলত্রামের। টুইটারে এ খবর জানিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাড কলোম্ব বলেছেন, বেলত্রামে দেশের জন্য প্রাণত্যাগ করেছেন। ফ্রান্স আজীবন তার অবদান মনে রাখবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বেলত্রামেকে নায়ক বলে অভিহিত করেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কারক্যাসোন শহরে ত্রেবেস সুপার মার্কেটে যখন ২৫ বছরের মরোক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক রেদৌয়ানে লাকডিম হামলা চালিয়েছিল, তখন তাকে ঘিরে ফেলে পুলিশ।

মার্কেট থেকে বেশির ভাগ মানুষকেই নিরাপদে বের করে আনলেও এক মহিলাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে রক্ষার চেষ্টা করেছিল লাকডিম। সেই পণবন্দি মহিলাকে রক্ষা করতে নিজেকেই তার জায়গায় টোপ হিসেবে ব্যবহার করেছিলেন বেলত্রামে। একই সঙ্গে নিজের মোবাইল ক্যামেরা সুইচ অন করে রেখেছিলেন, যাতে মার্কেটের ভিতরের ঘটনাবলিতে নজর রাখতে পারে পুলিশ। এরপর মার্কেটের ভিতর থেকে উপর্যুপরি গুলির শব্দ শুনে পুলিশের একটি দল ভিতরে ঢুকে খতম করে লাকডিমকে। তখনই গুলিবিদ্ধ অবস্থায় বেলত্রামেকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার তিনি মারা যান। এনিয়ে শুক্রবারের ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। জখম ১৬ জনের মধ্যে দু?জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist