reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০১৮

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা! কটাক্ষ বিজেপি নেতার

বিজেপি-ভীতিতে তৃণমূল কাঁপতে শুরু করেছে বলে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধানসভায় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বলেন, ‘বিজেপির ত্রিপুরা-জয়ের পর বাংলার শাসক দলের রাতের ঘুম চলে গেছে। তৃণমূলের মনে হয়েছে রামনবমী পালন করে বিজেপি রাজ্যের সব ভোট নিয়ে নেবে। তাই সব ছেড়ে এখন রামনবমী পালনে নেমেছে তৃণমূল।’

দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে আরো খোঁচা দেন, ‘এতদিন মহরম আর ঈদ পালন করেছেন মুখ্যমন্ত্রী। এবার ঠেলায় পড়ে রামনবমী পালন করতে রাস্তায় নামছেন! আসলে অস্তিত্বরক্ষার জন্যই কৌশল বদল করছে তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে।’

এরপরই তিনি বলেন, ‘রাজ্যের মানুষ তৃণমূলের হাল বুঝতে পারছে। যারা ঠেলায় পড়ে এমন ধরনের সিদ্ধান্ত নেয়, মানুষ তাদের সঙ্গে থাকে না।’ তাই মুখ্যমন্ত্রীর এই রামনবমী কৌশল তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে বলে দাবি দিলীপ বাবুর।

তার কথায়, ‘রাজ্যের মানুষ এখন মনেপ্রাণে চাইছেন বিজেপিকে। পরিস্থিতি সেদিকেই এগিয়ে চলেছে। কিছুতেই এই প্রবণতা থেকে মানুষ নিজেদের পক্ষে নিয়ে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী।’ ওয়ান ইন্ডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist