আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মার্চ, ২০১৮

ভিয়েতনামে বহুতল ভবনে আগুনে নিহত ১৩

ভিয়েতনামের বাণিজ্য নগরী হো চি মিনে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকা-ে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ২৭ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় প্রথম প্রহরের দিকে হো চি মিনের ভো ভান কিত সড়কের কারিনা প্লাজায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশির ভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ বহুতল ভবন থেকে লাফিয়ে পড়েও মারা গেছে। আহতদের অবস্থা স্থিতিশীল। ভবনে আর কেউ আটকা পড়ে আছে কি না, আমরা তা খুঁজে দেখছি। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে ভবনের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটিতে শতাধিক মানুষ বসবাস করত। ৩০টির বেশি ফায়ার ইঞ্জিন এবং ২০০ জনের বেশি ফায়ারফাইটার এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist