আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মার্চ, ২০১৮

জরুরি অবস্থা উঠল, তবু জট মলদ্বীপে

উঠল মলদ্বীপের জরুরি অবস্থা। তবে সূত্রের খবর, গতকালই বন্দি করা হয়েছে আরো বেশ কয়েকজন সরকার বিরোধীকে। জরুরি অবস্থা চলাকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের বিরোধিতা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গতকালই ইয়ামিন সরকারের পক্ষে জানানো হয়েছিল যে, আজ তুলে নেওয়া হবে জরুরি অবস্থা। তবে এখনই যে শান্ত হচ্ছে না পরিস্থিতি, তার ইঙ্গিতও স্পষ্ট। পিছু হটছেন না ইয়ামিন। বরং প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আবদুল গামুন ও প্রধান বিচারপতি আবদুল্লা সইদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনতে চলেছেন তিনি। মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ ও জেলবন্দি নয়জন বিরোধী নেতাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আর এসব নিয়েই শীর্ষ আদালতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ইয়ামিন। গত ৫ ফেব্রুয়ারি দ্বীপরাষ্ট্র জুড়ে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর ফলে সরকার বিরোধীদের গ্রেফতার ও আটক করার যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। তারপর থেকেই চলছে অবাধ ধরপাকড়। গৃহবন্দি করে রাখা হয়েছে প্রেসিডেন্ট মামুন আবদুল গামুনকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist