আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মার্চ, ২০১৮

পুতিনকে অভিনন্দন ট্রাম্পের সম্ভাবনা দ্রুত বেঠকেরও

কখনো গরম, তো কখনো নরম। দিন কয়েক আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট, তার গলাতেই কিনা এবার অন্য সুর। হোয়াইট হাউস সূত্রের খবর, নির্বাচনে জয়ের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পুতিনের সঙ্গে তিনি দ্রুত বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

ট্রাম্পের ফোন নিয়ে তোলপাড় পড়ে গেছে গোটা মার্কিনমুলুকে। বিশেষ করে যেখানে রাশিয়ার নির্বাচনকে প্রহসন বলে ব্যাখ্যা করেছে তার নিজেরই দল রিপাবলিকান পার্টি। রিপবলিকান সিনেটর মিচ ম্যাকোন্নেলের বক্তব্য, ‘যেভাবে রাশিয়ায় ভোট হয়েছে, তা মেনে নেওয়া যায় না।’ কিন্তু এরপরই পুতিনকে ফোন করে নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, ‘কোন দেশে কীভাবে ভো?ট হবে, তা আমেরিকা আগেও ঠিক করে দেয়নি, ভবিষ্যতেও দেবে না।’ হোয়াইট হাউস বুঝিয়ে দিয়েছে, পুতিনকে দূরে সরিয়ে না রেখে, তার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই চীন ও উত্তর কোরিয়াকে নিয়ে মার্কিন প্রশাসন যথেষ্ট বিব্রত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি হলে আখেরে আমেরিকারই ভালো।

কবে হবে ট্রাম্প-পুতিন বৈঠক? এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু না বলা হলেও বৈঠকের সুর কিন্তু বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমাদের আলোচনায় অস্ত্র প্রতিযোগিতা বন্ধের বিষয়টি উঠবে। আমি নিশ্চিত যে খুব দ্রুত আমাদের দেখা হবে।’

মার্কিন পাওয়ার গ্রিডে হ্যাকিং এবং আমেরিকার নির্বাচনে অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগে গত সপ্তাহেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। অনেকেই মনে করেছিলেন, ধাপে ধাপে হয়ত রাশিয়ার ওপর চাপ আরো বাড়াবে হোয়াইট হাউস। কিন্তু আচমকাই পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলে ট্রাম্প বুঝিয়ে দিলেন, মত বদলাতে তার সময় লাগে না বিন্দুমাত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist