আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৮

ইতালি থেকে ২৮টি সামরিক হেলিকপ্টার কিনছে কাতার

সম্প্রতি কাতার ইতালি থেকে ২৮টি সামরিক হেলিকপ্টার কিনছে। এতে ৩.৭ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানা গেছে।

কাতার এনএইচ৯০ মডেলের হেলিকপ্টারগুলো কেনার বিষয়টি ঘোষণা করা হয় বুধবার। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় হার্ডওয়্যার কনফারেন্সে বিষয়টি ঘোষণা করে।

আমিরাতের এমিরি এয়ার ফোর্স হেলিকপ্টার উইংয়ের কমান্ডার মাসআউত ফায়সাল আল হাজরি বলেন, ‘কাতারের বিমানবাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে এ হেলিকপ্টারগুলো খুবই কার্যকর ভূমিকা রাখবে।’

হেলিকপ্টারগুলোর প্রধান সরবরাহকারী ইতালির ডিফেন্স কন্ট্রাকটর লিওনার্দো। তবে তাদের মূল কনসোর্টিয়ামে রয়েছে এয়ারবাস ও ডাচ বিমান নির্মাতা ফকার। এ বছর কেনার চুক্তি হলেও হেলিকপ্টারগুলো সরবরাহ শুরু হবে ২০২২ সালে।

কাতার সম্প্রতি বেশ কিছু সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে। এসব পণ্যের মোট মূল্য প্রায় ৩০ বিলিয়ন ডলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist