আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৮

‘ইরান পরমাণু বোমা বানালে আমরাও বানাব’

ইরান যদি পরমাণু বোমা বানায়, তা হলে তার জবাব দেবে সৌদি আরব। বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে এমনই মšত্মব্য করলেন আমির শাহির যুবরাজ মহম্মদ বিন সালমান। সাক্ষাৎকারে যুবরাজের দাবি, ‘সৌদি আরব পরমাণু বোমার পক্ষে নয়। কিন্তু, ইরান যদি তা তৈরি করে, তা হলে যত শীঘ্র সম্ভব আমরাও সে পথে হাঁটব।’ বহু দিন ধরেই মধ্যপ্রাচ্য ও তার বাইরে প্রভাব বি¯ত্মারকে কেন্দ্র করে সৌদি আরব আর ইরান একে অপরের বির¤œদ্ধে শক্তি দেখিয়ে আসছে। এরই মধ্যে যুবরাজের মšত্মব্য নতুন করে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।

প্রসঙ্গত, পেট্রোলিয়ামের ওপর নির্ভরতা কমাতে পরমাণু শক্তি উৎপাদনের পরিকল্পনা করেছে সৌদি আরব। সে দেশে পরমাণু চুলি¯œ তৈরির বরাত পাওয়া নিয়ে প্রতিযোগিতাও চলছে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে। এই তালিকায় রয়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চীনের মতো রাষ্ট্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist