আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৮

নিরাপত্তা উপদেষ্টাকেও বহিষ্কার করতে চলেছেন ট্রাম্প!

রেক্স টিলারসনের পর এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাক মাস্টারকে বহিষ্কার করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে কবে নাগাদ তাকে বহিষ্কার করা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

হোয়াইট হাউজের পাঁচ শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ম্যাক মাস্টারকে সরিয়ে অন্য কাউকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা ভাবছেন প্রেসিডেন্ট টাম্প।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জন বল্টনসহ কয়েকজনের নাম বিবেচনায় রয়েছে বলে জানানো হয়। এ তালিকায় হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির নামও রয়েছে।

ম্যাক মাস্টারের আচরণে নাখোশ হওয়ার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন হোয়াইট হাউজ কর্মকর্তারা। তবে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist