আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৮

মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধ করল রুয়ান্ডা

মারাত্মক শব্দদূষণ ঘটায়-এমন কারণ দেখিয়ে রাজধানী কিগালির সকল মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন পাঁচবার প্রার্থনার সময় ওইসব মসজিদগুলো থেকে উচ্চমাত্রার শব্দ ছড়ায়, যার কারণে নেয়ারুগেঙ্গে জেলায় অবস্থিত দেশটির সবচেয়ে বৃহৎ মসজিদের আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। তবে রুয়ান্ডা প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে দেশটির মুসলিম সংগঠনের এক কর্তা বলেছেন, ‘মসজিদগুলো থেকে মাইক অপসারণের পরিবর্তে তারা বলতে পারত যে, মাইকগুলোর আওয়াজ যেন কমিয়ে দেওয়া হয়।’ এর আগে, গত মাসে বিল্ডিং কোড না মেনে নির্মিত ও শব্দদূষণ ঘটানোর জন্য দায়ী করে দেশটির প্রায় ৭শ’ চার্চকে বন্ধ করে দেয় রুয়ান্ডা সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist