আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৮

মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত : নিহত ২

ফ্লোরিডার কি ওয়েস্ট উপকূলে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় মার্কিন নৌবাহিনীর একটি সুপার হর্নেট জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক নিহত হয়েছেন। গত বুধবার মার্কিন নৌবাহিনীর এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, দুই আসনের এফ/এ-১৮এফ হর্নেট জঙ্গি বিমানটি কি ওয়েস্টের নৌবাহিনীর এয়ার স্টেশনের দিকে আসার সময় বিধ্বস্ত হয়।

পাইলট ও জঙ্গি বিমানটির উইপন সিস্টেম কর্মকর্তাকে পানি থেকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে। গতকাল টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহতদের পরিবারকে ঘটনা অবহিত করা পর্যন্ত ওই দুই বৈমানিকের নাম প্রকাশ স্থগিত রাখা হয়েছে বলে নিজেদের বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist