আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৮

নওয়াজ শরিফের বাড়ির কাছে বিস্ফোরণ : নিহত ৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের কাছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন নয়জন। নিহতদের মধ্যে রয়েছে পাঁচজন পুলিশ কর্মীও। আহতের সংখ্যা কমপক্ষে ২৫ জন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার নিজের শরীরে বিস্ফোরক নিয়ে আসে এক কিশোর আত্মঘাতী জঙ্গি। নওয়াজ শরিফের বাড়ির কাছে ওই কিশোর এসে বিস্ফোরণ ঘটায়। জানা গেছে, নিসার চেকপোস্টের পাশে ঘটে এই বিস্ফোরণ, ঠিক তার পাশে তবলিঘি জামাতের কেন্দ্র। পুলিশ জানিয়েছে, ওই কিশোর এসেছিল বাইকে করে। ঘটনাস্থলে তখন অন্তত ১৪ জন পুলিশ কর্মী ছিলেন।

পুলিশ কর্মীদেরই নিশানা করে সে। বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে, ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেও প্রচ- শব্দ পাওয়া যায়। দেখা যায়, বিশাল আগুনের গোলা। এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। গত বছর লাহোরে একের পর এক বিস্ফোরণ হয়, প্রাণ হারান ৬০-এর বেশি মানুষ। এ বছর লাহোরে এটাই প্রথম বিস্ফোরণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist