আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৮

দ্বিতীয় মেয়াদে নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত বিদ্যা দেবী

নেপালের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভান্ডারি। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) হয়ে নির্বাচন করেছেন তিনি। এর আগে ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন তিনি। নেপালের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার কাঠমান্ডুর নতুন বানেশ্বর এলাকার ফেডারেল পার্লামেন্ট ভবনে ভোট হয়। জানা গেছে, ৩৯ হাজার ২৭৫ ভোট পেয়েছেন বিদ্যা দেবী ভান্ডারি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লক্ষ্মী রায় পেয়েছেন ১১ হাজার সাতশ ৩০ ভোট। নেপালি কংগ্রেস পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লক্ষ্মী। নেপালের ইংরেজি দৈনিক মাই রিপাব্লিকাকে এ তথ্য জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তা টিল প্রসাদ শ্রেষ্ঠ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist