আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

গান্ধীর ছবির নিলামে দর উঠল ২৭ লাখ টাকা

মহাত্মা গান্ধীর একটি ছবির নিলামে দাম উঠল প্রায় ২৭ লাখ টাকা (৪১,৮০৬ ডলার)?। যে ছবিতে দেখা যাচ্ছে গান্ধীজি হাঁটছেন শিক্ষাবিদ মদনমোহন মালব্যর সঙ্গে। গান্ধীজির এই ছবির নিলাম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ছবিতে ফাউন্টেন পেন দিয়ে ‘এম কে গান্ধী’ র নাম সই করা রয়েছে। বিরল এ ছবি তোলা হয়েছিল ১৯৩১ সালের সেপ্টেম্বরে লন্ডনে ভারতের গোলটেবিল বৈঠকের সময়, এমনই জানিয়েছে বস্টনের আর আর নিলাম সংস্থা। জানা গেছে, ব্রিটিশদের আয়োজিত গোলটেবিল বৈঠকের দ্বিতীয়ার্ধে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। ১৯৩০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত লন্ডনে এই বৈঠক চলে। এই বৈঠকে ভারতে কী ধরনের সাংবিধানিক সংস্কার করা হবে, তা নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মদনমোহন মালব্য। যিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনেও দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছিলেন।

জানা গেছে, ১৯৩১ সালের ৮ আগস্ট থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে গান্ধীজি ভুগছিলেন ডানহাতের বুড়ো আঙুলের ব্যাথায়। বাঁ হাত দিয়ে তার সব কাজ সার ছিলেন, জানান নিলাম সংস্থার জনসংযোগ আধিকারিক। এই নিলামে শুধু গান্ধীজির ছবিই নয়, কার্ল মাক্সের চিঠি, ১৯০৩ সালে লিও টলস্টয়ের লেখা চিঠিও মোটা টাকায় বিক্রি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist