আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

শঙ্কা ও আতঙ্কে দিন কাটছে সোনিয়ার

ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে বিজেপি শাসিত এনডিএ সরকারের নানা দোষ তুলে ধরেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া বলেন, ‘ভারতের বিরোধী দলগুলোকে সব সময় একটা আতঙ্কের মধ্যে রাখছে মোদি সরকার। বিজেপির আমলে ভারতের সংসদে কিংবা রাজপথে কোথাও বাক স্বাধীনতা নেই। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোরই শুধু নয়, সাধারণ মানুষেরও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণœ করছে মোদি সরকার।’

নয়াদিল্লির ওই মঞ্চ থেকে কংগ্রেসের সাবেক চেয়ারপারসন বলেন, ‘পরিকল্পিত সম্মানহানির শিকার হচ্ছে আমাদের দেশ, সমাজ ও স্বাধীনতা। প্রতিনিয়ত আঘাত হানা হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর।’ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেন সোনিয়া। অনন্ত কুমার মন্তব্য করেছিলেন, ‘আমরা (বিজেপি) এখানে স্থায়ী হতে এসেছি এবং সংবিধান পরিবর্তন করা আমাদের উদ্দেশ্য।’

বিরোধীদের বিরুদ্ধে শাসক দলের আচরণ নিয়ে ক্ষুব্ধ সোনিয়া বলেন, ‘আশঙ্কা ও আতঙ্কে দিন কাটছে। বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist