আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৮

যৌন নিপীড়ন : হার্ভার্ড অধ্যাপকের পদত্যাগ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক জর্জ ডমিনগেজ (৭১) পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অন্তত ১৮ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করলেন বলে জানা গেছে।

যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে রোববার অধ্যাপক জর্জ ডমিনগেজকে ছুটিতে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন ডমিনগেজ। প্রসঙ্গত, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন জর্জ ডমিনগেজ। এ সময় একাধিকবার তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। গুরুতর অভিযোগও ওঠে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্রনিক্যাল অব হাইয়ার এডুকেশনের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, বেশ কয়েকজন নারীকে জোর খাটিয়ে চুমু দেওয়ার চেষ্টা করেন ডমিনগেজ। কমপক্ষে ১৮ জন নারীর ওপর যৌন নিপীড়ন করেছেন এই অধ্যাপক। ক্রনিক্যালর রিপোর্ট বলছে, ১৯৮৩ সালে ডমিনগেজের বিরুদ্ধে এক নারী অধ্যাপককে গুরুতর যৌন হয়রানির অভিযোগ ওঠে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist