আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৮

সৌদি প্রিন্স সালমান বললেন তুরস্ক অশুভ ত্রিভুজের এক বাহু

সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্মরণকালের সবচেয়ে তিক্ততায় পর্যবসিত হয়েছে। সৌদি আরবের কারিশমাটিক তরুণ বাদশাহ যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিবেশী রাষ্ট্র তুরস্ককে ‘অশুভ ত্রিভুজের একটি বাহু’ বলে অভিহিত করেছেন।

মিসরের আরবি দৈনিক ‘আল শরোক’ এক প্রতিবেদনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, সৌদি যুবরাজ তুরস্ক, ইরান এবং তাদের অনুসারী যুদ্ধবাজ গ্রুপগুলোকে একটি অশুভ ত্রিভুজ বলে আখ্যায়িত করেন।

তুরস্ক অটোমান সা¤্রাজ্য পতনের এক শতাব্দী পর তথাকথিত ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠার হাস্যকর, বিফল চেষ্টা করে যাচ্ছে বলেও সমালোচনা করেন মোহাম্মদ বিন সালমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজের এই উসকানিমূলক বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠেছে যে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে সৌদি আরব গভীর সন্দেহের চোখে দেখছে। দুই নেতা এখন পরস্পরের চোখের বালি হয়ে উঠছেন। এর মূল কারণ এরদোয়ানের ইসলামী পুনরুজ্জীবনবাদী তৎপরতা, সৌদি জোটের বর্তমান শত্রু কাতারের প্রতি তুরস্কের সামরিক ও অর্থনৈতিক সমর্থন ও সহযোগিতা। এ ছাড়াও সৌদি আরবের আঞ্চলিক দুষমন ইরানের সঙ্গে তুরস্কের দহরম মহরম এবং সিরিয়া প্রশ্নে ইরানের সঙ্গে তুরস্কের সমঝোতা ও আঁতাত।

মিসর সফরকালে মিসরীয় বিভিন্ন পত্রিকার সঙ্গে মতবিনিময়কালে তুরস্কের প্রতি এই বিষোদ্গার করেন প্রভাবশালী এই সৌদি নেতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist