আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

সংসদ সদস্যের ছবিতে জুতার মালা

ভারতে তৃণমূল সংসদ সদস্য অর্পিতা ঘোষের ছবিতে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। সেই জুতা পরা ছবি এখন শোভা পাচ্ছে বালুরঘাটের গঙ্গারামপুর শহরের জনবহুল রাস্তায়। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের গোষ্ঠী দ্ব›েদ্বর শিকার অর্পিতা। বিশ্ববিদ্যালয় তৈরি নিয়ে তৃণমূলের এক গোষ্ঠীকে সমর্থন জানিয়ে অন্য গোষ্ঠীর বিরাগভাজন হন সংসদ সদস্য অর্পিতা ঘোষ। তাই অপর গোষ্ঠীর সদস্যরা অর্পিতার ছবিতে জুতার মালা পরিয়ে তা রাস্তায় টাঙিয়ে দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয় তৈরিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। গত ২১ ফেব্রæয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে একটি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন। গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়টি কোথায় তৈরি করা হবেÑতা নিয়ে তিনি কিছু বলেননি। এরপরই তৃণমূলের জেলা সভাপতি গঙ্গারামপুরে বিশ্ববিদ্যালয় তৈরির দাবি জানিয়ে জমি খোঁজা শুরু করে দেন। এতে বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন ক্ষেপে যায়। তারা জেলা সদর বালুরঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির আর্জি জানান। বালুরঘাটের স্বপক্ষে কথা বলেন অর্পিতাও। এই টানাপড়েনের মধ্যে গত বুধবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দেন বিশ্ববিদ্যালয়টি বালুরঘাটে তৈরি করা হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় উল্লাসিত হয়ে পড়েন তৃণমূলের এক গোষ্ঠী। অন্যদিকে এই ঘোষণায় ক্ষোভের সঞ্চার হয় আরেক গোষ্ঠীর মধ্যে। গঙ্গারামপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শুরু হয়েছে জোর আন্দোলন। রাস্তায় নেমেছে নাগরিক মঞ্চও।

অর্পিতা ঘোষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছবিতে জুতার মালা পড়িয়ে দেওয়া হয়েছে। জুতার মালা পরানো অর্পিতা ঘোষের ছবি ছবি গঙ্গারামপুরের চৌমাথা ট্রাফিক মোড়ের ওপর টাঙিয়েও দেওয়া হয়েছে। ছবিতে অর্পিতা ঘোষ ‘গো ব্যাক’ লেখা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist