আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

সহিংসতার ছবি প্রকাশ করায় বিচারের মুখে পেন

সামজিক যোগাযোগমাধ্যম টুইটারে সহিংসতার ছবি প্রকাশ করায় অভিযোগ গঠন হয়েছে ফরাসী রাজনীতিবিদ মেরিন লে পেনের বিরুদ্ধে। উগ্র ডানপন্থি রাজনীতিক পেন গত জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পরাজিত হন। গত বৃহস্পতিবার ফ্রেঞ্চ কর্তৃপক্ষ মেরিন লে পেনের বিরুদ্ধে প্রাথমিক চার্জ দাখিল করে। দোষী সাব্যস্ত হলে ন্যাশনাল ফ্রন্ট পার্টির এ নেতার তিন বছরের করাদÐ ও ৭৫ থেকে ৯০ হাজার ইউরো জরিমানা হতে পারে। ২০১৫ সালের প্যারিস হামলার পর লিখিত এই টুইটগুলি ইসলামিক স্টেট অব ইরাক ও লেভান্ট (আইএসএল, দায়েস নামেও পরিচিত) সদস্যদের দ্বারা মৃত্যুদÐ কার্যকর করার ছবি টুইটারে প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, আমেরিকান সাংবাদিক জেমস ফোলিকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে ও জর্দানি এক পাইলটকে একটি খাঁচায় পুরে জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে। যদিও ওই ছবিগুলো এর আগে নিজেরাই প্রচার করেছিল আইএস। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশ্য এ ছবিগুলো পরে সরিয়ে নেয় তারা।

এদিকে, নিজের বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘটনাকে দেশের ভয়াবহতার চিত্র হিসেবে উল্লেখ করেছের পেন। এ ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি। তাছাড় তার আইনজীবী রদলফি বোসেলুটও অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন। ন্যাশনাল ফ্রন্টের জাতীয় কংগ্রেসের মাত্র এক সপ্তাহ আগে এ অভিযোগ গঠিত হওয়ায় দলের নেতৃত্ব হাত ছাড়া হওয়ার ভয়ে পড়লেন এখন লে পেন। এমনিতেই, ২০১৭ সালের নির্বাচনে হারার পর থেকেই দলের মধ্যে চাপে আছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist