আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মার্চ, ২০১৮

‘২১ বছরের কম বয়সীদের কাছে বন্দুক বিক্রি নয়’

২১ বছরের কম বয়সীদের কাছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করল ওয়ালমার্ট। বুধবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে ওয়ালমার্ট বলেছে, তাদের ওয়েবসাইট থেকে অ্যাসল্ট-রাইফেলের মতো আগ্নেয়াস্ত্রের যাবতীয় বিজ্ঞাপন এবং ছবিও সরিয়ে দেওয়া হচ্ছে। মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের গণহত্যার পরই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। শিগগিরই এই বদল আনা হবে স্টোরে। বুধবারই একটি ক্রীড়া বিপণি ডিকস? স্পোর্টিং গুডসও একই নির্দেশিকা জারি করে বলেছে, ২১ বছরের কম বয়সীদের কাছে তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করবে না।

তবে ওই বিপণটি কার্তুজ এবং গোলাবারুদ না বিক্রির কথা উল্লেখ করেনি। ডিকসের সিইও সরকারের কাছে আরো কড়া অস্ত্র আইন তৈরির আবেদন করেছেন। মারজোরি স্কুল কান্ডে আততায়ী এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল। ওয়ালমার্ট বলেছে, আগ্নেয়াস্ত্র বিক্রির দায় নিতে হবে তাদের নিজেদেরও। সেজন্যই এই পদক্ষেপ নিচ্ছে তারা। প্রসঙ্গত, ২০১৫ সালে এআর-১৫ রাইফেল বিক্রি বন্ধ করে দিয়েছিল ওয়ালমার্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist