আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

উ. কোরিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা : ক্ষুব্ধ চীন

উত্তর কোরিয়ার ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। কেননা, এই নতুন নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া শুধু নয়, সেইসঙ্গে বেশ কয়েকটি চীনা কোম্পানিও চলে আসায় চীন এর প্রতিবাদ করে। সংবাদ সংস্থাগুলো জানায়, গত শুক্রবার দ্বিতীয় ধাপের এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিনীদের এই পদক্ষেপকে হঠকারি বলে উল্লেখ করে। তারা এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহবান জানায়।

যুক্তরাষ্ট্র মনে করে, উত্তর কোরিয়ার ওপর ক্রমাগত অথৃনৈতিক শাস্তির বোঝা চাপিয়ে যেতে থাকলে দেশটি এক সময় তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হবে। গত শুক্রবার সে কথাই ঘোষণা করেনছে ট্রাম্প প্রশাসন। তাদের ভাষায় দ্বিতীয় দফায় শুক্রবার আরোপ করা নিষেধাজ্ঞাই এ যাবৎকালে উত্তর কোরিয়ার ওপর আরোপিত সবচেয়ে কঠিন ও ব্যাপক নিষেধাজ্ঞা।

দ্বিতীয় স্তরের এই ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এবারের নিষেধাজ্ঞার পদক্ষেপেও যদি কাজ না হয়, তাহলে গোটা বিশ্বের জন্য তা হবে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।’

চীনের মূল ভূখ-, হংকং এবং তাইওয়ানের জাহাজ ও জ্বালানি কোম্পানিগুলোও নতুন এই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এক বিবৃতি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন এই নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কে ক্ষতির কারণ হবে। তাছাড়া যুক্তরাষ্ট্র নিজের দেশের আইন অন্য দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিচ্ছে। যা অন্যায় ও অসঙ্গত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist