আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

ট্রেনিংয়ে খেতে হলো সাপের রক্ত!

মার্কিন ও থাইল্যান্ডের নৌবাহিনীর সদস্যদের বছরে একবার যেতে হয় ‘বার্ষিক কোবরা গোল্ডযুদ্ধ’ খেলায়। ৩৭ বছরে পড়ল এই খেলা। সামরিক ট্রেনিংয়ের একটি বড় অংশ এই খেলা। আমেরিকা, থাইল্যান্ড ছাড়াও অন্যান্য দেশের নৌবাহিনীর সদস্যদের টানা ১০ দিন গভীর জঙ্গলে কাটাতে হয়। আর খাদ্য সাপের রক্ত, মাংস, কাঁকড়াবিছে খেয়েই এই ১০ দিন কাটাতে হয় তাদের। এবার সেই ট্রেনিং বসেছিল থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে। যেখানে নৌবাহিনীর সদস্যদের সাপের রক্ত, মাংস খেতে দেখা গেছে। শুধু তাই নয়, এই ট্রেনিংয়ে মাকড়সা, কাঁকড়াবিছের শরীর থেকে কীভাবে বিষ বের করতে হয়, শেখানো হয় তাও। এমনকি কোন গাছ খাওয়া যায়, তাও খুঁজে বের করতে হয় সামরিক বাহিনীর সদস্যদের। ট্রেনিংয়ের অধিকর্তা মেজর চাইওয়াত ল্যাডসিন বলেছেন, ‘জঙ্গলে কীভাবে বেঁচে থাকতে হয় তাই শেখানো হয় এই ট্রেনিংয়ে।’ আমেরিকা নৌবাহিনীর অন্যতম আধিকারিক ক্রিস্টোফার ফিফি জানিয়েছেন, ‘এই প্রথম সাপের রক্ত খেলাম। এ এক অন্য ধরনের অভিজ্ঞতা।’ বিভিন্ন দেশের নৌবাহিনীর অন্তত ৬৮০০ সদস্য এবার যোগ দিয়েছিলেন বিশেষ ট্রেনিংয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist