আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

মালদ্বীপে বিরোধী দলের ১২ এমপি বহিষ্কার

বিরোধীদলের ১২ এমপিকে বহিষ্কার করেছে মালদ্বীপের শীর্ষ আদালত। সোমবার তাদের বরখাস্ত করা হয়েছে। এদিকে, চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ১৫ দিন বাড়াতে পার্লামেন্টের কাছে অনুমোদন চেয়েছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ৬ ফেব্রæয়ারি ১৫দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। মঙ্গলবার এ জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু, মেয়াদ আরও ১৫দিন বাড়ানোর জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

এ বিষয়ে পার্লামেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাতমাথ নিউশা জানান, পরিস্থিতির এখনও পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, সর্বোচ্চ আদালতের দেওয়া একটি ঐতিহাসিক আদেশকে কেন্দ্র করে মালদ্বীপে রাজনৈতিক সংকট ঘনীভ‚ত হয়। জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদ। শুরু থেকেই সংকট নিরসনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিমকোর্ট।

রোববার মালদ্বীপের সুপ্রিমকোর্ট ওই এমপিদের মুক্তি ও পুনরায় পদে বহাল রাখতে দেওয়া আগের আদেশ প্রত্যাহার করে নেয়। শীর্ষ আদালতের ওই রায়কে কেন্দ্র করে চরম সংকট তৈরি হয় দেশটিতে।দ্য টেলিগ্রাফ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist