আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

গ্রেস মুগাবের পিএইচডি নিয়ে দুর্নীতি

সচরাচর কয়েক বছর সময় লাগলেও তৎকালীন ফার্স্ট লেডি পিএইচডি প্রোগ্রামে নাম লেখানোর মাত্র কয়েক মাসের মধ্যেই ডিগ্রি পেয়ে যান।

জিম্বাবুয়ের সাবেক ফার্স্ট লেডি গ্রেস মুগাবের ডক্টরেট ডিগ্রি নিয়ে চলা তদন্তে জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির দুর্নীতি দমন সংস্থা উপাচার্য লেভি নিয়াগুরাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনেছে বলে খবর বিবিসির। ২০১৪ সালে ওই পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন গ্রেস। সচরাচর কয়েক বছর সময় লাগলেও তৎকালীন ফার্স্ট লেডি পিএইচডি প্রোগ্রামে নাম লেখানোর মাত্র কয়েক মাসের মধ্যেই ডিগ্রি পেয়ে যান। বিশ্ববিদ্যালয়টির কর্মীরা একটি পিটিশন দাখিল করলে পরে এ নিয়ে তদন্ত শুরু হয়। জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সদস্যরা বলছেন, তারা গ্রেসের ডক্টরেট ডিগ্রির সমর্থনে পর্যাপ্ত প্রমাণ দেখেননি। সাবেক ফার্স্ট লেডির ডিগ্রি কেড়ে নিয়ে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান তারা।

বিবিসি বলছে, নির্ধারিত সময়ে অন্যদের সঙ্গে গ্রেসের গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত না হওয়ায় তখন থেকেই এ নিয়ে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছিল। ডিগ্রি পাওয়ার চার বছর পর, চলতি বছরের জানুয়ারিতে প্রবন্ধটি অনলাইনে প্রকাশিত হওয়ার পর সন্দেহ আরো বেড়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist