আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হুমকি মস্কো!

যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া। নির্বাচনে মস্কোকে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস এ কথা বলেছেন। জানা গেছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেশটির গোয়েন্দা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

সিনেটে ড্যান কোটস বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রুশ সরকার। ওই নির্বাচনে মস্কোকে একধরনের হুমকি। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালাতে পারে রাশিয়া; যা একটা পক্ষকে সুবিধা দেবে। সিনেটে দেওয়া বক্তব্যে অন্য গোয়েন্দারাও একই ধরনের অভিমত প্রকাশ করেন বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist