আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

জেরুজালেম প্রশ্নে রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টা ফিলিস্তিনি নেতার

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ওয়াশিংটন স্বীকৃতি দেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন আদায়ের লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার মস্কো সফরে যাচ্ছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের দুই সপ্তাহ পর ফিলিস্তিনি এ নেতা মস্কো সফরে যাচ্ছেন। গত বছরের শেষের দিকে ইসরায়েলি রাজধানী হিসেবে জেরুজালেমকে ওয়াশিংটনের স্বীকৃতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের কথা অস্বীকার করেন আব্বাস। আগামী ২০ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আব্বাসের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পরে এটিকে ইসরায়েলের অবিভাজ্য রাজধানী ঘোষণা করে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ওয়াশিংটনের কোনো ধরনের মধ্যস্থতা আব্বাস মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং জাতিসংঘের মাধ্যমে পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে তিনি কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist